• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সৌদিতে শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার পেলেন বাংলাদেশের নজরুল

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪
সৌদিতে শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার পেলেন বাংলাদেশের নজরুল
নিউজটি শেয়ার করুনঃ

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত রয়েল টাওয়ার মক্কা ক্লক রয়েল টাওয়ারের সব কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী বিবেচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মো. নজরুল ইসলাম (রিফাত)।

সোমবার সৌদি আরব সময় দুপুর আড়াইটায় মক্কা ক্লক টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আল জাহারানি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও পুরস্কার প্রদান করেন।

মো. নজরুল ইসলাম (রিফাত) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ঝুনারচর গ্রামের নাছির উদ্দিন (নশু মিয়ার) ছেলে।

জানা যায়, নজরুল ইসলাম (রিফাত) ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের বন্ধু ছালামত খাঁন ও এফ এম মোতালিবের সহযোগিতায় ২০১৬ সালে সৌদি আরবে গিয়ে মক্কার রয়েল টাওয়ারে চাকরিতে যোগদান করেন।

প্রবাসী মো. নজরুল ইসলাম  জানান, এ পুরস্কারটি পেয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তার সঙ্গে সঙ্গে আমি স্মরণ করছি যাদের মাধ্যমে আজকে এখানে এসেছি ও আমার মাকে যার দোয়ায় আমি এ সম্মাননা পেয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।