• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
নিউজটি শেয়ার করুনঃ

রহস্যজনকভাবে ১০ বছর আগে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান। এই আবহে উধাও বিমানটিকে ফের খুঁজতে তল্লাশির নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি।

এই নিয়ে শুক্রবার মন্ত্রিসভায় পাশ হয়েছে একটি প্রস্তাব। সরকারের তরফে জানান হয়েছে, মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ৩৭০ এর ধ্বংসাবশেষ অনুসন্ধান করার জন্য ওশান ইনফিনিটির প্রস্তাবকে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই বিষয়টি নিয়ে পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ‘বিমান অনুসন্ধান নিয়ে ওশান ইনফিনিটির সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে ২০২৫ সালের শুরুতেই ফের শুরু হবে তল্লাশি অভিযান।’ তিনি আরও বলেন, “নো ফাইন্ড, নো ফি’ চুক্তিটি ১৮ মাস স্থায়ী হবে। বিমানের ধ্বংসাবশেষ না পাওয়া পর্যন্ত সরকার কোনো অর্থ প্রদান করবে না। প্রায় ১৫ হাজার বর্গকিলোমিটার নতুন অনুসন্ধান চালাবে ওশান ইনফিনিটি।”

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চিনের রাজধানী বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রীসহ এমএইচ-৩৭০ ফ্লাইট নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে মিলছে ওই বিমানের খোঁজ। তাই এই আবহে ২০২৫ সালে ফের এমএইচ-৩৭০ বিমানের খোঁজে শুরু হবে তল্লাশি। তবে শেষ পর্যন্ত আদৌ ওই বিমানের ধংসাবশেষ পাওয়া যাবে কিনা সেটাই এখন মূল প্রশ্ন।