• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

আসাদ আমলে অপরাধে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল হবে

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪
আসাদ আমলে অপরাধে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল হবে
নিউজটি শেয়ার করুনঃ

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশটির পতিত স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে অপরাধে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছে। আলজাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের মুখপাত্র ওবাইদ আরনাউত এই ঘোষণা দেন। তিনি বলেছেন, নতুন সরকারের মূল লক্ষ্য হলো-জনগণের আইনের প্রতি আস্থা পুনঃস্থাপন এবং দেশের বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস ফেরানো।

তিনি আরো বলেন, ‘যারা সিরিয়ার বিভিন্ন কারাগারে শত-সহস্র মানুষকে আটক ও নির্যাতন করেছে, তাদের বিচারের আওতায় না আনলে এই আস্থা পুনঃস্থাপন সম্ভব নয়। দুর্নীতি, প্রতিপক্ষকে নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করানোর মাধ্যমে আমরা আমাদের সমাজে সৃষ্ট গভীর ক্ষত নিরাময় করতে এবং একটি আরো ন্যায়সংগত ও সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়তে চাই।’