• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাড়ি নির্মাতা নিসানের শেয়ার কেনার জন্য রুনো’র সাথে আলোচনা করছে ফক্সকন: তাইওয়ানি গণমাধ্যম

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪
গাড়ি নির্মাতা নিসানের শেয়ার কেনার জন্য রুনো’র সাথে আলোচনা করছে ফক্সকন: তাইওয়ানি গণমাধ্যম
নিউজটি শেয়ার করুনঃ

তাইওয়ানের একটি গণমাধ্যম জানিয়েছে ফক্সকন নামেও পরিচিত হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি জাপানের নিসান মোটরকে নিয়ন্ত্রণ করার মতো শেয়ার অর্জনের জন্য ফরাসি গাড়ি নির্মাতা রুনো’র সাথে আলোচনা করছে৷

এই শিল্পের দুটি অভ্যন্তরীণ সূত্রের উদ্ধৃতি দিয়ে সেন্ট্রাল নিউজ এজেন্সি বা সিএনএ এই খবর প্রকাশ করেছে।

সিএনএ’র ভাষ্যানুযায়ী, নিসানের শেয়ার কেনার জন্য দেওয়া প্রস্তাব কোম্পানিটির দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পর হোন হাই রুনো’র সঙ্গে আলোচনা শুরু করে।

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শেয়ার কিনে নেওয়া বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে নিসানের ব্যবস্থাপনায় অংশগ্রহণের বিষয়ে হোন হাই নিজেরা বিবেচনা করে আসছিল।

নিসান বর্তমানে জাপানি কোম্পানি হোন্ডা মোটরের সাথে একটি সম্ভাব্য একীভূতকরণের বিষয়ে আলোচনা করছে। দ্রুত হলে আগামী সপ্তাহের প্রথম দিকে তারা একটি মৌলিক চুক্তি স্বাক্ষর করবে এবং বিস্তারিত আলোচনায় বসবে বলে ধারণা করা হচ্ছে।