• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শেকৃবি শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, বাড়ছে উত্তেজনা

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪
শেকৃবি শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, বাড়ছে উত্তেজনা
নিউজটি শেয়ার করুনঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি ভূমিকা রাখা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ায় দেখা দিয়েছে উত্তেজনা। গণঅভ্যুত্থানের সাড়ে চার মাস পরও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। এমন অবস্থায় বিপক্ষে থাকা কিছু শিক্ষক কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ফের উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থি শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রলীগ সরাসরি তাদের বিপক্ষে অবস্থান নেয়। সহযোগী অধ্যাপক দেবু কুমার ভট্টাচার্য, ওয়ালী আহাদ সেতু ও মো. জিয়াউর রহমান ভূঁইয়া অংশ নেন ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনে। ছাত্রলীগের মিছিলে সরাসরি অংশ নেন আওয়ামীপন্থি একাধিক কর্মকর্তাও। সেই মিছিল থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টাও হয়। সর্বশেষ ৪ আগস্টও শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেন এসব শিক্ষক ও কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরফান আলী বলেন, বিষয়টি জেনেছি। শিক্ষকদের কক্ষে তালা দেওয়া বা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে তদন্তের অগ্রগতির বিষয়ে কমিটির আহ্বায়ক ড. সালাহ উদ্দিন মাহমুদ চৌধুরী বলেন, তদন্ত শেষের দিকে। শিগগির সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

৫ আগস্টের পর অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান দাপ্তরিকভাবে জানালে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।