• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

বিধ্বস্ত যাত্রীবাহী বিমান নিয়ে রাশিয়ার কাছে তিন দাবি আজারবাইজানের

usbnews
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
বিধ্বস্ত যাত্রীবাহী বিমান নিয়ে রাশিয়ার কাছে তিন দাবি আজারবাইজানের
নিউজটি শেয়ার করুনঃ

অভিযোগের আঙুলটা ছিলই। আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমানের দুর্ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কাল আচমকা ক্ষমা চেয়ে বসায় আরও জোরালো হয়েছিল সেই অভিযোগ। এ বার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বললেন, ‘‘আমরা স্পষ্ট বলতে পারি, রাশিয়া ওই বিমানটিকে গুলি করে নামিয়েছে। সেটা ইচ্ছাকৃত ছিল বলছি না— কিন্তু এটা হয়েছে।’’ গত কয়েক দিন মস্কো ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় বলেও তার অভিযোগ।

বড়দিনের দিন ৬৭ জন যাত্রী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রজনি শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে বিমানটি। কাজাখস্তানের আকতাউতে জরুরি অবতরণের সময়ে সেটি ভেঙে পড়লে ৩৮ জন মারা যান। আহত হন ২৯ জন। দেশের সরকারি চ্যানেলকে আলিয়েভ এ দিন বলেছেন, ‘‘বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তার কারণ হল, বৈদ্যুতিন যুদ্ধ।’’ অর্থাৎ অস্ত্রের আঘাত শুধু নয়, প্রাযুক্তিক কৌশলে বিমানটির নিয়ন্ত্রণ, যোগাযোগ বা দিকনির্দেশ ব্যবস্থাকেও বাইরে থেকে অকেজো করে দেয়া হয়েছিল কি না, সেই চর্চা উস্কে দিয়েছেন প্রেসিডেন্ট।

আলিয়েভের কথায়, ‘‘রুশ কর্তাদের হরেক ব্যাখ্যায় আমি বিস্মিত, ক্ষুব্ধ। প্রথম তিন দিনে রাশিয়ার তরফে বিভ্রান্তিকর বয়ান ছাড়া কিছু শুনিনি।’’ সংবাদ সংস্থা রয়টার্সের একটি সূত্রের দাবি, ভুলবশত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হেনেছিল বিমানটিতে। ক্রেমলিন সরাসরি দায় না নিলেও এক বিবৃতিতে বলেছিল, ওই দুর্ঘটনার সময়েই গ্রজনি, মোজডক এবং ভ্লাডিকাভকাজে হামলা চালাচ্ছিল ইউক্রেনের ড্রোন। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম তা প্রতিহত করছিল। আরও বলা হয়, রাশিয়ার আকাশসীমায় ঘটা এই ‘দুঃখজনক’ ঘটনার জন্য পুতিন ক্ষমাপ্রার্থী।

আলিয়েভ বলেছেন, তাদের তিন দফা দাবির প্রথমটিই হল রাশিয়ার ক্ষমাপ্রার্থনা। পুতিন তা করেছেন। কিন্তু এ বার রাশিয়াকে দোষ স্বীকার করতে হবে। দোষীদের সাজা এবং আজারবাইজান সরকার, বিমানযাত্রী ও কর্মীদের ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখার, পুতিন বাকি দুই দফা দাবিও মানেন কি না।