• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিকল্প ইন্টারনেট ব্যবহার মণিপুরে

usbnews
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিকল্প ইন্টারনেট ব্যবহার মণিপুরে
নিউজটি শেয়ার করুনঃ

ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিকল্প ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে মণিপুরে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মাঝে চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকর্তৃক মাসের পর মাস ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখার কারণে সেখানে স্টারলিঙ্কের ব্যবহার দেখা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ব্যবসা চালু করতে আগ্রহী স্টারলিঙ্ক। তবে তার আগেই ইলন মাস্কের সংস্থা সমস্যায় পড়তে পারে ভারতে। কয়েকদিন আগেই মণিপুরে ‘স্টারলিঙ্ক’ লেখা একটি রাউটার উদ্ধার হয়েছিল উগ্রবাদীদের থেকে। তবে ওই তথ্য সামনে আসতেই মাস্ক দাবি করেছিলেন, ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা চালু হয়নি। এর আগে আন্দামান সাগরেও পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছিল স্টারলিঙ্কের ডিভাইস। এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রলয় নড়েচড়ে বসেছে। এরই মাঝে পরিস্থিতি আরো জটিল হয়েছে স্টারলিঙ্কের অবস্থানে। সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, কারা এই স্টারলিঙ্ক ডিভাইসগুলো কিনেছিল। ওই তথ্য অবশ্য দিতে অস্বীকার করেছে মাস্কের সংস্থা।

রিপোর্ট অনুযায়ী, পরপর স্টারলিঙ্কের ডিভাইস উদ্ধার হওয়ার জেরে সরকার আশঙ্কা করছে, দেশবিরোধীদের কাছে একটি বিকল্প বেআইনি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এই আবহে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় যাতে দ্রুত পদক্ষেপ করে, তার জন্যে নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রণালয়। প্রসঙ্গত, স্টারলিঙ্কের লাইসেন্স আবেদন সরকারের কাছে জমা আছে। এখনো তার অনুমোদন দেয়া হয়নি। নিাপত্তাজনিত কারণেই এখনো সেই অনুমোদন দেয়া হয়নি। এরই মাঝে পাচারকারী এবং উগ্রবাদীদের থেকে স্টারলিঙ্কের ডিভাইস উদ্ধার হওয়ায় অস্বস্তিতে মাস্কের সংস্থা।

উল্লেখ্য, বর্তমানে ভারতে স্টারলিঙ্ক ডিভাইস রাখার অনুমতি নেই। অভিযোগ উঠেছে, মেইতেই বিচ্ছিন্নতাবাদীরা এই স্টারলিঙ্ক ডিভাইসটি ব্যবহার করেছিল। সেই রাউটারে আরপিএফ/পিএলএ লেখা ছিল। মনে করা হচ্ছে, তার অর্থ, রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট/পিপলস লিবারেশন আর্মি। এটি একটি আন্ডারগ্রাউন্ট নিষিদ্ধ সংগঠন।

এদিকে, ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দাবি করেছেন ইলন মাস্ক। তিনি এক পোস্টে লেখেন, ‘এটা মিথ্যা। ভারতে স্টারলিঙ্ক স্যাটেলাইট বিম বন্ধ করা আছে।’

অপরদিকে গত ১৯ মাসে বিভিন্ন সময়ে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এই আবহে স্টারলিঙ্কের এই ডিভাইস পাওয়ায় জল্পনা তৈরি হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস