ভারতীয় কোস্ট গার্ডের একটি এডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) গুজরাটের পরবান্দারে বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিধস্ত হেলিকপ্টারের নাম এলএলএইচ ধ্রুব। এটি পরিচালনা করে সেনাবাহিনী। ভিডিওতে দেখা গেছে, তা একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে জ্বলছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।
খবরে বলা হয়েছে, ধ্রুব নামের এই হেলিকপ্টারটি রুটিন কাজে ব্যবহার হচ্ছিল। তা ইন্ডিয়ান কোস্ট গার্ডের এয়ার এনক্লেভে বিধ্বস্ত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভারতীয় কোস্ট গার্ড তাদের সমুদ্রসীমা বিষয়ক আইনের অধীনে পরিচালিত হয়। তারা উদ্ধার অভিযানও পরিচালনা করে। তাদের এই কার্যক্রম ভারতীয় জলসীমার মধ্যে। এখন থেকে চার মাস আগে সেপ্টেম্বরে এএলএইচ এমকে-ত্রি হেলিকপ্টার আরব সাগরের পরবান্দারে পতিত হলে তিনজন ক্রু নিখোঁজ হন। পরে তাদের দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর এক মাসের অনুসন্ধানে অক্টোবরে উদ্ধার করা হয় পাইলটের মৃতদেহ।