• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

আকাশ থেকে আছড়ে পড়লো ৫ টন ওজনের চাকতি

usbnews
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫
আকাশ থেকে আছড়ে পড়লো ৫ টন ওজনের চাকতি
নিউজটি শেয়ার করুনঃ

কেনিয়ার মাকুয়েনি কাউন্টির মুকুকু গ্রাম। গত ৩০ ডিসেম্বর সেখানকার বাসিন্দারা চমকে উঠল বিকট এক শব্দে। আকাশ থেকে পড়েছে ২ মিটার ব্যাসের একটি ধাতব বস্তু। আতঙ্কিত বাসিন্দারা দেখতে পেলেন, প্রায় ৫০০ কেজি ওজনের বস্তুটি আংশিকভাবে পোড়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়,মুকুকু গ্রামটি নাইরোবি ও মোম্বাসার মাঝামাঝি স্থানে অবস্থিত। সৌভাগ্যবশত, বস্তুটি কোনো বাড়ি বা মানুষের ওপর পড়েনি। তবে অপ্রত্যাশিত এ ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক এখনও কাটেনি।

কেনিয়ার স্পেস এজেন্সি জানিয়েছে, বস্তুটি সম্ভবত একটি রকেটের ‘সেপারেশন রিং’ যা রকেট উৎক্ষেপণের সময় ব্যবহৃত হয়। সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের বস্তু সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায় বা সমুদ্রে গিয়ে পড়ে।’

স্পেস এজেন্সি আরো জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে। ২০২২ সালে ইলন মাস্কের স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের একটি অংশ অস্ট্রেলিয়ার একটি ভেড়ার খামারে পড়েছিল।