• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ট্রাইব্যুনালে জাতি জুলাই গণহত্যার ন্যায়বিচার দেখতে চায়: প্রধান বিচারপতি

usbnews
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
ট্রাইব্যুনালে জাতি জুলাই গণহত্যার ন্যায়বিচার দেখতে চায়: প্রধান বিচারপতি
নিউজটি শেয়ার করুনঃ

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায় বিচার দেখতে জাতি অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সংস্কারকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

mzamin
প্রধান বিচারপতি বলেন, এ জাতি অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। এ দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমি তাকিয়ে আছি। ন্যায় বিচারটা দেখতে চাই। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হল।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধান বিচারপতির এই প্রত্যাশার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা আশা করছি প্রধান বিচারপতির প্রত্যাশা ও জাতির যে প্রত্যাশা আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল পূরণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্র‍্যাইব্যুনালের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ ট্র‍্যাইব্যুনাল প্রসিকিউটর ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।