ডেপুটি প্রধানমন্ত্রী দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করার জন্য উচ্চ আদালত থেকে অনুমতি পেয়েছেন।
দেশটির দি এজ পত্রিকা সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) উচ্চ আদালতের বিচারিক কমিশনার গ্যান তেচং চেম্বারে শুনানির পর এই অনুমতি প্রদান করেন। জাহিদের আইনজীবী শারুল ফাজলি কামারুলজামান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, আদালত একপাক্ষিক ভিত্তিতে এই অনুমতি মঞ্জুর করেছেন এবং শিগগিরই ড. মাহাথিরের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দাখিল করা হবে।
ঘটনাটি শুরু হয় ২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন ড. মাহাথির আদালতে সাক্ষ্য দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তার পরিচয়পত্র, জন্ম সনদ এবং তার সন্তানদের জন্ম সনদের কপি প্রকাশ করেন। জাহিদের আইনজীবীর দাবি, এই সংবাদ সম্মেলন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, যা আদালতের মর্যাদা এবং স্বাধীনতাকে ব্যাহত করতে পারে।
ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, ড. মাহাথির ২০২২ সালে জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০১৭ সালে কেলানা জায়ার ইউনমো ডিভিশন মিটিংয়ে জাহিদ দাবি করেন যে, মাহাথির প্রকৃতপক্ষে মালয় বা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি। তার আসল নাম “মাহাথির এ/এল ইস্কান্দার কুটি”।
ড. মাহাথির মোহাম্মদ, জাহিদের এই মন্তব্যকে তার চরিত্রে আঘাত এবং তাকে রাজনৈতিক সুবিধা লাভের জন্য মালয় পরিচয় গ্রহণকারী হিসেবে অপমান করার অপপ্রয়াস হিসেবে অভিহিত করেন। মামলায় তিনি ক্ষতিপূরণ দাবি করেন এবং জাহিদকে এ ধরনের বক্তব্য থেকে বিরত রাখতে আদালতের নির্দেশ চান।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মাহাথির জানান, তার আসল নাম মাহাথির মোহাম্মদ এবং ইস্কান্দার কুটি তার দাদা ছিলেন। তিনি জাহিদের করা দাবি সম্পূর্ণ অস্বীকার করেন। এছাড়া, মাহাথিরের পুত্র দাতুক সেরি মুকরিজ মাহাথিরও আদালতে সাক্ষ্য দেন।
অন্যদিকে, একই মামলায় আহমদ জাহিদ হামিদির সাক্ষ্যগ্রহণ আগামী মে মাসে হওয়ার কথা রয়েছে।