• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যা : ৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ

usbnews
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যা :  ৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
নিউজটি শেয়ার করুনঃ

হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তে বাংলাদেশি কৃষক জহুর আলী (৬০)কে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার হত্যার ৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি। মৃত কৃষক জহুর আলীর লাশটি ভারতের খোয়াই থানার হেফাজতে রয়েছে বলে সীমান্ত সূত্র জানায়। নিহত জহুর আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে।


নিহতের পরিবার জানান, শনিবার ওই সীমান্তের অভ্যন্তরে ধান খেতে কাজ করতে যান জহুর আলী। প্রতিদিনের মতো তিনি আর বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার বিকেলে তারা জানতে পারেন চোরাকারবারী সন্দেহে বিএসএফ জহুর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। তার লাশ ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাল্লা কোম্পানি কমান্ডার বলেন, নিহতের লাশ এলে ময়নাতদন্তরে পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত চিঠির কোনো উত্তর আসেনি।