বেআইনিভাবে বাংলাদেশের জমিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এসময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় এক কৃষক। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ওই দিনের বিষয়ে জানতে চাইলে বাবুল আলী বলেন, ‘কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল। এসময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছি। কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেবো না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসে ছিলাম।’
তিনি বলেন, ‘এ ঘটনার কারণে আমাদের এলাকার মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু আমরা তাতে কিছু মনে করিনি। আগে দেশ বাঁচানো প্রয়োজন।’

বাবুল হোসেন
এর আগে হত ৫ জানুয়ারি সীমান্ত পিলার ১৭৭/২-এস এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এরপর বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হলে নির্মাণ বন্ধ করে রাখে বিএসএফ। কিন্তু ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে ফের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে আবারও বাধা দেয়া হলে সীমান্তে উত্তেজনা শুরু হয়। এরপর ৮ জানুয়ারি পতাকা বৈঠকের মাধ্যমে এই সমস্যার নিরাসন হয়। সিদ্ধান্ত হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হেড কোয়ার্টারের অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না।

সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে কৃষকের কাস্তে হাতে অংশ গ্রহণ প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। তিনি লিখেছেন, “বিনা যুদ্ধে নাহি দিব, সূচ্যগ্র মেদিনী”। ২৪ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিঞ্জিরে বন্দী করতে পারবে না।
আপাত দৃষ্টিতে অস্ত্রের তুলনায় শারীরিক ভাবে দুর্বল বৃদ্ধ কৃষকের হাতের কাস্তে খুবই নগন্য মনে হলেও এই চিত্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির সঙ্গে সারাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবির পাশে কাস্তে হাতের বৃদ্ধের অবস্থানের ছবিটি শেয়ার করে সমর্থন প্রকাশ করছেন সারা দেশের মানুষ।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সীমান্তের ভারতীয় অংশে নোম্যানস ল্যান্ডের ১০০ গজ অভ্যন্তরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে আলোচনা ছাড়াই মাটি খনন ও কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদ জানায় এবং বাধা দেয় বিজিবি। সীমান্তে দেখা দেয় উত্তেজনা। একপর্যায়ে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে উভয় বাহিনী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে অবস্থান নেয় স্থানীয়রা। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
গত ৮ ডিসেম্বর দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।