ইউক্রেন-রাশিয়া দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামার কোন লক্ষণই নেই। দিনের পর দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। দুই দেশেরই বহু সেনা প্রচুর পরিমাণে হতাহত হয়ে চলেছে। তবুও যুদ্ধ বিরতির কোন ভ্রুক্ষেপই নেই।
এমন আবহে যুদ্ধবিধস্ত ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল জার্মানি। রাশিয়ার আক্রমণের পাল্টা জবাব দিতে ইউক্রনের হাতে হাতিয়ার তুলে দিচ্ছে জার্মানি। খুব শীঘ্রই ইউক্রেনে ৬০টি অতিরিক্ত IRIS-T বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি।
দুই দেশের মধ্যে অস্ত্র সরবরাহ নিয়ে বুধবার (১৫ জানুয়ারী) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের মধ্যে কিয়েভে আলোচনা হয়। আলোচনা শেষে জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানান, তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রায় ৬ কোটি ইউরো (৬২ মিলিয়ন ডলার) মূল্যের এই ক্ষেপণাস্ত্র জার্মান সেনাবাহিনীর বর্তমান মজুত থেকে ইউক্রেনকে সরবরাহ করা হবে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম সামরিক সহায়ক হিসেবে ইউক্রেনকে জার্মানি বরাবরই সাহায্য করে আসছে। সদ্যই ইউক্রেনকে ২৮ বিলিয়ন ইউরো দিয়েছে জার্মানি। জার্মানির দেওয়া IRIS-T এয়ার ডিফেন্স সিস্টেমের মতো উন্নত অস্ত্র সহ লেপার্ড ২ ব্যাটল ট্যাংক, গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফট ট্যাংক রয়েছে।