• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

হিটলারের নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে হোয়াইট হাউসে হামলা, ভারতীয় মার্কিনির ৮ বছরের কারাদণ্ড

usbnews
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫
হিটলারের নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে হোয়াইট হাউসে হামলা, ভারতীয় মার্কিনির  ৮ বছরের কারাদণ্ড
নিউজটি শেয়ার করুনঃ

টলারের নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের বেড়ায় একটি ট্রাক দিয়ে ধাক্কা মেরেছিলেন তিনি।

মিসৌরি অঙ্গরাজ্যে বসবাসকারী সাই বর্ষিত কান্দুলা নামের এই ব্যক্তি দাবি করেছিলেন, তিনি মার্কিন সরকারকে ‘আক্রমণ ও ধ্বংস’ করতে চান।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নাগরিক সাই বর্ষিত কান্দুলা (ডানে)
জানা গেছে, প্রেসিডেন্টের বাসভবনের বেড়ায় আঘাত করার পর ট্রাক থেকে বেরিয়ে আসেন বর্ষিত কান্দুলা। ঘটনাস্থলে আটক হওয়ার আগে একটি ব্যাকপ্যাক থেকে নাৎসি প্রতীক সম্বলিত একটি পতাকা প্রদর্শন করেন।

মার্কিন প্রসিকিউশনের মতে, আমেরিকায় গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মূল করতে এবং নাৎসি স্টাইলের একনায়কতন্ত্র সরকার প্রতিস্থাপন করতে এবং মার্কিন রাষ্ট্রপতিকে হত্যা করতে চেয়েছিলেন কান্দুলা। তিনি বিশেষভাবে অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছিলেন।

কান্দুলার সঙ্গে তখন কোনো অস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায়নি। তবে প্রসিকিউশনের মতে, জুলাইয়ে এক সমাবেশে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা এটাই প্রমাণ করে যে, যেসব ব্যক্তি এ ধরনের ধ্বংসাত্মক উদ্দেশ্য বহন করে। তারা মার্কিন রাজনৈতিক ব্যবস্থার গুরুতর ক্ষতি করতে সক্ষম।

কান্দুলা গত মে মাসে ‘ইচ্ছাকৃতভাবে মার্কিন সম্পত্তি নষ্ট’ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে তিন বছরের পর্যবেক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারক।

ভারতের চন্দননগরে জন্ম নেওয়া কান্দুলা গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা। আটকের পর তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার ফলে কান্দুলাকে সম্ভবত নির্বাসিত করা হবে।

২০২২ সালের মে মাসে নিউ ইয়র্কের বাফেলোতে একটি বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছিল। যেখানে অপরাধী ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বিশ্বাস’ সমর্থন করেছিল এবং নাৎসি মতাদর্শের সঙ্গে সম্পর্কিত প্রতীক প্রদর্শন করেছিল।