• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় চলছে সুস্বাদু মিষ্টি আলুর চাষ

usbnews
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪
রাঙ্গুনিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় চলছে সুস্বাদু মিষ্টি আলুর চাষ
নিউজটি শেয়ার করুনঃ

রাঙ্গুনিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় চলছে সুস্বাদু মিষ্টি আলুর চাষ। এখানকার মিষ্টি আলুর চাহিদা রয়েছে চট্টগ্রামের নানা স্থানে। কৃষকরা স্বল্প পুঁজিতে এ চাষ করে আসছে বছরের পর বছর। অন্যান্য সবজি চাষের সাথে মিষ্টি আলু চাষাবাদ করে বাড়তি আয় করছে কৃষকরা। নদীর চর খালি এখন দেখা যায়না। নদীর সব চরেই চলছে মিষ্টির আলুর চাষ। উপজেলার ইসলামপুর ও রাজানগর পারুয়া ও পৌরসভা এলাকার চলছে মিষ্টি আলুর চাষাবাদ। বিশেষ করে চর এলাকায় মিষ্টি আলুর চাষাবাদ হয়ে থাকে। উপজেলা কৃষি অফিস জানায়, রাজানগর ইউনিয়নের ইছামতির চরজুড়ে প্রায় ২৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর আবাদ করা হয়েছে। এতে একদিকে যেমন আবাদি জমি বাড়েছে, অন্যদিকে বাড়বে উৎপাদন।

উপজেলার একজন কৃষি কর্মকর্তা বলেন, এ বছর অত্র উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষাবাদ হয়েছে যার প্রায় সিংহ ভাগই ইসলামপুর ও রাজানগরে আবাদ হয়েছে। মিষ্টি আলু অত্যন্ত পুষ্টিকর ফসল। সাধারণত বালু মাটিতে আলু/কন্দাল জাতীয় ফসল ভাল হয়। ভবিষ্যতে এর আবাদ আরও বাড়ানোর জন্য রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে।