• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

১৬ বছর পর অবশেষে কারামুক্ত বাংলাদেশ বিডিআরের ১৭৮ সদস্য

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫
১৬ বছর পর অবশেষে কারামুক্ত  বাংলাদেশ বিডিআরের ১৭৮ সদস্য
নিউজটি শেয়ার করুনঃ

১৬ বছর পর অবশেষে কারামুক্ত  বাংলাদেশ বিডিআরের ১৭৮ সদস্য। ২০০৯ সালের পিলখানা ট্রাজেডির পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পাওয়ার পর আজ কারাগার থেকে মুক্তি পায় তারা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পায় বিডিআর জাওয়ানরা।

গত ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহীম মিয়া জামিনের শুনানি শেষে এই ১৭৮ জন সদস্যকে মুক্তির আদেশ দেন। আদেশে বলা হয়েছে, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই, তারা জামিনে মুক্তি পাবেন। এছাড়া যারা ইতোমধ্যে সাজা ভোগ করেছেন এবং তাদের বিরুদ্ধে আপিল নেই, তারাও মুক্তি পাবেন।

কারাফটকে অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদের অনুভূতি জানতে চাইলে বলেন, আজ আমাদের কোনো কষ্ট নেই। আজ আমাদের ঈদের মতো খুশি লাগছে। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হচ্ছে আজ।

পরে গত ২২ জানুয়ারি আদালতের আদেশের পর ১৭৮ জনের জামিননামা কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এদিকে, দীর্ঘ ১৬ বছর পর কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির মুহূর্তে তাদের স্বজনরা আনন্দিত। সকালে কারাগারের ফটকে ফুল হাতে তাদের বরণ করে নিতে অপেক্ষা করতে দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বজনরা এসে তাদের মুক্তির আনন্দে অংশগ্রহণ করেন।