• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

মিয়ানমার : দুই জান্তা সেনার শিরশ্ছেদ করলো আরাকান আর্মির যোদ্ধারা, ভিডিও ভাইরাল

usbnews
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
মিয়ানমার : দুই জান্তা সেনার শিরশ্ছেদ করলো আরাকান আর্মির যোদ্ধারা, ভিডিও ভাইরাল
নিউজটি শেয়ার করুনঃ

রাখাইন রাজ্যের কিয়াউকতাও টাউনশিপে মিয়ানমারের দুই জান্তা সেনাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গলা কেটে হত্যার কথা কথা স্বীকারও করেছে আরাকান আর্মি।

সংগঠনের মুখপাত্র খাইং থুখা বলেন, কিয়াউকতাওয়ে নবম মিলিটারি অপারেশনস কমান্ডে অভিযান চালানোর সময় এমন ঘটনা ঘটেছিল। সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে যোদ্ধারা ক্ষোভ থেকে এমনটা ঘটিয়েছে।

দুই জান্তা সেনার শিরশ্ছেদ করেছে আরাকান আর্মির যোদ্ধারা। ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আরাকান আর্মির বেশ কয়েকজন সেনা দুই যুদ্ধবন্দিকে মারধর করছে এবং গলা কেটে হত্যা করছে।

আরাকান আর্মির মুখপাত্র রাখাইনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা তাদের আত্মীয়দের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন ও হত্যা করেছিল। তাই সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এই ঘটনায় জড়িত কয়েকজন জুনিয়র কমান্ডারসহ সব অপরাধীকে শাস্তি দিয়েছি। তবে কী শাস্তি দেওয়া হয়েছে, বিষয়টি স্পষ্ট করেননি মুখপাত্র।

থাইল্যান্ডভিত্তিক ফর্টিফাই রাইটস গ্রুপ গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতকে এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। এরপরই পর আরাকান আর্মির এই বিবৃতি এলো।

গোষ্ঠীটির এজাজ মিন খান্ত গণমাধ্যমকে বলেন, বেসামরিক নাগরিক বা বন্দি শত্রু সেনাদের নির্যাতনও এক ধরণের যুদ্ধাপরাধ। আরাকান আর্মি যুদ্ধবন্দিদের হত্যা না করার নীতিকে সমর্থন করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে।

এদিকে, সময় যত যাচ্ছে মিয়ানমারজুড়ে আটক জান্তা সেনাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের খবরও বাড়ছে। যদিও জান্তা সরকার ও তার মিত্রদের হাতে নিহতদের সংখ্যায় এটি তুলনামূলক অনেক কম।

গত মাসেও ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মোন রাজ্যে সরকারবিরোধী ইয়ে বেলু গ্রুপের এক কমান্ডার একজন জান্তা সেনার শিরশ্ছেদ করছেন।