• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

হাসিনার পা চাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫
হাসিনার পা চাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ
নিউজটি শেয়ার করুনঃ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা রাতের নির্বাচন করেছে, হাসিনার পা চাটা গোলামের মত কাজ করেছে যে সকল ব্যুরোক্রেটরা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে। তারা প্রমোশন পদপদবী চাচ্ছে। এইজন্য রাষ্ট্র তো পরিবর্তন হয় নাই।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে। কিন্তু টোটাল রাষ্ট্র কাঠামো একই রয়ে গেছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, কিছু কিছু উপদেষ্টাকে গত ছয় মাসে আমরা একবারও দেখি নাই একটা ব্রিফিং করতে যে, সে আসলে কি করছে। তাকে যে আমরা দয়া করে ওইখানে পাঠাইলাম সে কি দায়িত্ব পালন করছে।

“সাডেনলি সবাই বোধ করা শুরু করেছে সরকার তো পরিবর্তন হয়ে গেছে হাসিনা তো চলে গেছে। তাহলে কেন দুর্নীতি হচ্ছে? তাহলে কেন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে? তাহলে কেন যৌথ বাহিনীর হামলায় একজন মানুষকে কাস্টডিতে থাকা অবস্থায় খুন হইতে হইলো? তাহলে কেন ট্রাফিক জ্যামের এই অবস্থা? তাহলে কেন জিনিসপত্র এর দাম বাড়ছে? তাহলে কেন পলিউশনের কোন সমাধান হচ্ছে না? তাহলে কেন অবৈধ ইটভাটা গুলো বন্ধ হচ্ছে না?” বলেন তিনি।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্র কিভাবে চলে সেইটা দেশবাসীকে পরিষ্কার করে বুঝতে হবে। শুধুমাত্র হাসিনা চলে যাবার কারণে আওয়ামী লীগ চলে যাবার কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যায় নাই। যে ডিপ স্টেট এই হাসিনা রেজিমকে বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে গত ১৬ বছর তারা এক্সাক্টলি ওই জায়গাতেই আছে।

তিনি আরো বলেন, এই যে টোটাল লনফোর্সমেন্ট এজেন্সিটা দেখেন, এই পুলিশের আড়াই লক্ষ প্লাস ফোর্সের ১ লক্ষ
৬০ হাজারের মত গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুট করা গত ১৬ বছরে। সাডেনলি ইউনুস সরকার এসে কি করবে? এই ১ লক্ষ ৬০ হাজার লোকরে সার্টিফাই করে বাতিল করে দিবে বাড়ি পাঠায় দিবে যে, তোমাদের বস চলে গেছে অর্থাৎ তোমরা বাড়ি চলে যাও।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সেনাবাহিনীর একটু ওদের টপ লিডারশিপ দেখেন, কর্নেল যত লিডারশিপ আছে তাদের এই যে ডিএনএ স্যাম্পলিং করে করে এদের ১৪ গুষ্টি বাপের দিক মায়ের দিক আত্মীয়-স্বজনের ১৪ গুষ্টির ভিতরে বিএনপি জামাতের নূন্যতম সম্পর্ক থাকলে তাদেরকে তো মেজর র‍্যাংক থেকে প্রমোশন দেওয়া হয় নাই। তাহলে আপনি কর্নেল আবার এই যে জেনারেলরা আছে একই জেনারেলরা রয়ে গেছেন।অলমোস্ট সিমিলার জেনারেল এবং এই যে শত শত আর্ম ফোর্সেস অফিসার যারা গুমখুন গণহত্যা জেনোসাইডের সাথে জড়িত চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত যারা গুলি করছেন মানুষের বুকের মধ্যে তারা তো রয়ে গেছে।

“র‍্যাব দেখেন বাংলাদেশে গত ১৬ বছরের যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যে, ফোর্স মানবাধিকার কমিশন থেকে মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আমরা বারবার বলেছি তাদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য। র‍্যাব নামক কোন প্রতিষ্ঠান থাকার কোন প্রয়োজন নাই। র‍্যাবকে ২৪ ঘন্টায় রিপ্লেস করে দিতে পারবে আমাদের এপিবিএন।”

তিনি বলেন, বিজিবি বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে জড়িত। আপনার ঢাকা শহরে মিছিল মিটিং এ এসে গুলি করা হেফাজতের গণহত্যায় রেড দিয়ে মানুষ মারা, বিজিবি তো দেখেন অলমোস্ট এক্সাক্টলি সেইম সিনিয়র লিডারশিপ রয়ে গেছে। এইজন্য রাষ্ট্র ব্যুরোক্রেসিতে দেখেন একই ব্যুরোক্রেসি যারা রাতের নির্বাচন করেছে, হাসিনাকে মানে পা চাটা গোলামের মত কাজ করেছে যে সকল ব্যুরোক্রেটরা এরা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে। তারা প্রমোশন পদপদবী চাচ্ছে। এইজন্য রাষ্ট্র তো পরিবর্তন হয় নাই। রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইটপাথরের পরিবর্তন হয়েছে কিন্তু টোটাল রাষ্ট্র কাঠামো একই রয়ে গেছে।