সউদি আরবে এক হাজারেরও বেশি প্রবাসী গ্রেফতার করা হয়েছে, যারা ভিসা বা কাজের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সউদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সে দেশের আইনশৃঙ্খলাবাহিনী। গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
এ সময়ে সউদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে।যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে থেকে ১০ হাজার প্রবাসীকে তাদের নিজ দেশেও ফেরত পাঠিয়েছে সউদি কর্তৃপক্ষ।রবিবার সউদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এই খবর জানিয়েছে।
এতে বলা হয়, যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার প্রবাসীকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৬০০ প্রবাসীকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজারের বেশি প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সউদি কর্তৃপক্ষ এই অভিযান চালিয়েছে যাতে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। এই অভিযানটি সউদি সরকারের ‘অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ’ অভিযান হিসেবে পরিচিত, যা সে দেশের শ্রম বাজারকে বৈধ এবং সুষ্ঠূভাবে করতে পরিচালিত হচ্ছে।