মেক্সিকো এবং কানাডার পণ্যে আপাতত শুল্ক আরোপ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দুই দেশের সীমান্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে ছাড়ের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর আগামী ৩০ দিনের জন্য শুল্ক আরোপ করা থেকে বিরতি দেয়ার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। তবে চীনের ওপর দেয়া ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আগের অবস্থানেই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর করার কথা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান বন্ধে ট্রাম্প কঠোর হওয়ার যে নীতির দাবি জানিয়েছেন তার প্রেক্ষিতে সীমান্তে আইন শৃঙ্খলা আরও জোরদারে সম্মত হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যার ফলে মঙ্গলবার থেকে আগামী ৩০ দিনের জন্য ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
ওই চুক্তির মাধ্যমে সীমান্তে নতুন প্রযুক্তি এবং সীমান্তরক্ষী মোতয়েন করে সংগঠিত অপরাধ, ফেন্টানাইল চোরাচালান এবং অর্থ পাচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক প্রচেষ্টা শুরু করতে সম্মত হয়েছে কানাডা। এছাড়া অবৈধ অভিবাসন এবং মাদকের প্রবাহ রোধ করতে মেক্সিকোর উত্তর সীমান্তকে আরও শক্তিশালী করতে অতিরিক্ত ১০ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। মূলত এই চুক্তির পরই দুই দেশের ওপর আরোপ করা শুল্ক নীতি থেকে নিজেদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন।
মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, মেক্সিকোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র পাচার রোধে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, ‘একজন প্রেসিডেন্ট হিসেবে সকল আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করাই আমার দায়িত্ব এবং আমি সেটাই করছি। প্রাথমিকভাবে যে ফলাফল পেয়েছি তাতে আমি বেশ আনন্দিত।’
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির ফলে বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আগাম সতর্কবার্তা দিয়েছে অর্থনীতিবিদরা। তারা ভবিষ্যদ্বাণী করেছেন যে, এভাবে শুল্ক আরোপ করতে থাকলে বাণিজ্য ব্যবস্থা হুমকির মুখে পড়বে। বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। যার ফলে অর্থনৈতিক মন্দা শুরু হতে পারে। চরম ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। কেননা এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যাবে বহুগুণ। বিশেষ চুক্তির মাধ্যমে তিন দেশের শুল্ক আরোপ থেকে সরে আসায় আপাতত বিশ্ব বাণিজ্য কিছুটা হলেও স্থিতিশীল থাকবে বলে মনে করছেন তারা।
তবে চীনের বিষয়ে নতুন করে কিছু জানাননি ট্রাম্প। এর আগে বেইজিংয়ের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। যেটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১মিনিট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। শুল্ক প্রত্যাহারের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি ট্রাম্পের। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, এখনও চীনা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে বেইজিংয়ের ওপর আরও শুল্ক বাড়ানোরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। যদি এমনটা হয় তাহলে এশিয়ার শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।