• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি , তেল আবিবকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্রের আখ্যা দেন এরদোগান, ইসরাইলি বর্বরতায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

usbnews
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫
ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চায় সৌদি , তেল আবিবকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্রের আখ্যা দেন এরদোগান, ইসরাইলি বর্বরতায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব
নিউজটি শেয়ার করুনঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরাইলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এ নিন্দা জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে মিডিয়া মন্ত্রী সালমান আল-দোসারি বলেন, মন্ত্রিসভা ইসরাইলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে।

অধিবেশনের শুরুতে ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে আলাপকালে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন।

মন্ত্রিসভা আরব, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা করেছে, এই বিষয়গুলোতে সৌদি সরকারের দৃঢ় অবস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিক সুরক্ষা ও স্থিতিশীলতা প্রচারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি।

ইসরাইলের এই বর্বরাতায় ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গুতেরেস আরও বলেন, ‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। ’

অবশ্য গাজায় ইসরাইলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা।

গাজায় ইসরাইলি ‘গণহত্যা’ বন্ধ ও যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি করবে। মঙ্গলবার (১৮ মার্চ) এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে ভয়াবহ ইসরাইলি হামলা চালানোর জন্য তেল আবিবকে ‘সন্ত্রাসী’ রাষ্ট্রের আখ্যা দেন এরদোগান।

তিনি বলেন, চার শতাধিক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করা অপরাধীরা রক্তের প্রতিটি ফোঁটার জন্য জবাবদিহি করবে।

তিনি আরও বলেন, ‘গত রাতে গাজায় নৃশংস হামলা চালিয়ে ইহুদিবাদী সরকার আবারও দেখিয়েছে যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র যারা নিরীহদের রক্ত, জীবন এবং অশ্রু খায়। ’

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যারা এই অঞ্চলকে  রক্ত, অশ্রু এবং নিপীড়নে ডুবিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে তুরস্ক দৃঢ়ভাবে দাঁড়াবে। ’

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।