• ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া আবার শুরু হবে

usbnews
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫
ঈদের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া আবার শুরু হবে
নিউজটি শেয়ার করুনঃ
সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি এসওপি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রসচিব বলেন, “অস্ট্রেলিয়ার ভিসা কেন্দ্রটি বাংলাদেশের বাইরে ছিল। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া এখন পর্যন্ত নয়াদিল্লি থেকে করা হচ্ছিল। এই মাসের শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু হবে। ঈদের পরপরই এটি আবার শুরু হতে পারে।”
এদিকে, নাসিমুল গণি বলেন, আমি আশা করি ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। দেশে জরুরি অবস্থা জারির কথা যা প্রচার করা হচ্ছে তা গুজব। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল ও নজরদারি চালানো হচ্ছে।
স্বরাষ্ট্রসচিব বলেন, সরকার বাড়িঘর ও জমি বিক্রি করে দালালদের মাধ্যমে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়ে অস্ট্রেলিয়ার সাথে একটি এসওপি স্বাক্ষরিত হয়েছে। তবে অস্ট্রেলিয়ার আটক কেন্দ্রে কতজন বাংলাদেশি আছেন তা তিনি বলেননি।
এর আগে, আইজিপি বাহারুল আলম বাংলাদেশের পক্ষে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত এসওপি উপস্থাপন করেন। অস্ট্রেলিয়ার পক্ষে দেশটির জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।