A silhouette of a Muslim man, as he looks for the position of the Moon to mark the first day of the holy fasting month of Ramadan, on the roof of Al-Musyari'in mosque in Jakarta, Indonesia, February 28, 2025. REUTERS/Ajeng Dinar Ulfiana
ভৌগোলিক অবস্থানের কারণে, অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ যারা ঈদ ঘোষণা করেছে। এই বছর, দেশটিও প্রথম রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয়েছিল ১ মার্চ। সেই অনুযায়ী, এই বছর অস্ট্রেলিয়ান মুসলমানরা ৩০টি রোজা পালন করছেন।
মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে এই বছরের ঈদ-উল-ফিতর ঘোষণা করেছে। ৩১ মার্চ, সোমবার দেশে ঈদ উদযাপিত হবে। সেই অনুযায়ী, এই বছর মালয়েশিয়া ৩০টি রোজা পালন করবে।
দেশটি আশা করছে যে আগামীকাল, রবিবার (৩০ মার্চ) শাওয়াল মাসের চাঁদ খালি চোখে সহজেই দেখা যাবে।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
স্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করেছে ব্রুনাই।
দেশটি স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) এক বিবৃতিতে জানায়, আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর গালফ নিউজ।
ব্রুনাইয়ে যেহেতু রমজান মাসের ২৯টি রোজা পূর্ণ হচ্ছে, তাই ৩১ মার্চ ঈদ উদযাপিত হলেও দেশটির মুসলমানরা ২৯টি রোজা রাখবেন। ব্রুনাইয়ে পবিত্র রমজান শুরু হয়েছিল ২ মার্চ এবং আগামীকাল রোববার (৩০ মার্চ) রমজানের ২৯তম দিন হবে।
এদিকে, ব্রুনাইও ঈদ-উল-ফিতর ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে যে আগামী সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। যদি সোমবার ঈদ পড়ে, তাহলে সেখানকার মানুষ ২৯ দিন রোজা রাখবে। ২ মার্চ দেশটিতে রমজান শুরু হয়েছে।
‘চাঁদ রাত’ আসার আগেই ব্রুনাই ঈদ ঘোষণা করেছে। রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা রমজানের সমাপ্তি এবং ঈদ উদযাপন শুরুর ইঙ্গিত দেয়।
এর আগে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছিল। আগামী সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার দেশটির ফতোয়া কাউন্সিল এই ঘোষণা দিয়েছে।
চাঁদ না দেখেই ঈদের ঘোষণা দেবে সৌদি?
জ্যোর্তিবিদরা বলছেন, শনিবার অর্থাৎ ২৯ মার্চ বিশ্বের কোথাও থেকে এমনকি মধ্যপ্রাচ্য থেকেও নতুন চাঁদ দেখা যাবে না। কিন্তু চাঁদ দেখা না গেলেও রোববার ঈদুল ফিতর ঘোষণা করতে পারে সৌদি আরব। মিডল ইস্ট আই বলছে, কয়েক বছর ধরে সৌদি চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে। যে দিন কোনোভাবেই চাঁদ দেখতে পাওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা, সেই দিনই চাঁদ দেখার দাবি করে আসছে সৌদি। এ নিয়ে বিতর্ক তৈরি হলেও সৌদি সরকার কখনও তার জবাব দেয়নি।
সৌদি আরব বছরের হিসাব-নিকাশ করে উম আল-কুরা নামের একটি বর্ষপঞ্জিকার ওপর ভিত্তি করে। ওই বর্ষপঞ্জিকার হিসাব অনুযায়ী, এ বছর ঈদুল ফিতর হবে রোববার অর্থাৎ ৩০ মার্চ। তবে জ্যোতির্বিদরা বলছেন, এবার ২৯ মার্চ সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন তারা। এমতাবস্থায় অনেক মুসলিম দেশ সৌদির ঘোষণার ওপর ভিত্তি করে ঈদ পালন করবে। অন্য দেশগুলো নিজেদের মতো করে সোম বা মঙ্গলবার ঈদ পালন করবে।

মধ্যপ্রাচ্যের অনেক দেশের পরিস্থিতি নিয়ে জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের প্রতিবেদন
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে শনিবার (২৯ মার্চ) মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা ‘অসম্ভব’ হবে।
বলা হচ্ছে যে যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্যাস্তের পরে পুনরায় মিলিত হবে, তাই আজ সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।
গাল্ফ নিউজকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী এবং এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য ইব্রাহিম আল-জারওয়ান প্রকাশ করেছেন, ‘সঠিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব থেকে বোঝা যাচ্ছে যে ২৯ মার্চ সূর্যাস্তের পরে শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব।’
এই গণনার উপর ভিত্তি করে, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি অনুমান করেছে যে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। অর্থাৎ ৩০ মার্চ (রবিবার) পবিত্র মাসের শেষ দিন হবে। ফলস্বরূপ, আশা করা হচ্ছে যে পবিত্র ঈদ-উল-ফিতর ৩১ মার্চ (সোমবার) হবে। প্রতিবেদন অনুসারে, যেসব দেশে শাওয়াল মাস শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রকৃত চাঁদ দেখা প্রয়োজন, সেখানে রমজান ৩০ দিন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঈদ-উল-ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। তবে, যেসব অঞ্চলে সূর্যাস্তের আগে চাঁদ দেখা যায়, সেখানে কিছু দেশ ঐতিহ্যবাহী চাঁদ দেখার পদ্ধতির ভিত্তিতে ৩০ মার্চ রবিবার ঈদ ঘোষণা করতে পারে।