মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলেছে যে চাঁদে নভোচারীদের অবতরণ করার জন্য একটি আন্তর্জাতিক মিশনকে তারা ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নাসার আর্টেমিস পরিকল্পনার আওতায় অ্যাপোলো কর্মসূচির পর থেকে প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে প্রথম চাঁদে মনুষ্য অবতরণের লক্ষ্য ধরে নেয়া হয়েছে। এই প্রকল্পে জাপান অংশ নিচ্ছে ।
মঙ্গলবার এই কর্মসূচিতে বিলম্বের ঘোষণা দিয়েছে নাসা।
মহাকাশ সংস্থা বলছে যে অবতরণ মিশনের আগে একটি পরীক্ষামূলক ফ্লাইট, যাতে করে নভোচারীরা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন এবং ফিরে আসবেন, সেই পরিকল্পনাও ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে প্রায় ১০ মাস বিলম্বিত করা হবে।
নাসা বলছে যে চন্দ্র অবতরণের জন্য বৃহৎ মহাকাশযানটির কাজ সম্পূর্ণ করতে এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত উন্নয়ন সমস্যাগুলি সমাধানে আরও সময়ের প্রয়োজন।
২০২৬ সালের পরেও আর্টেমিস কর্মসূচির আওতায় চন্দ্র অন্বেষণ চালিয়ে যাওয়ার কথা রয়েছে। কমপক্ষে দুইজন জাপানি নভোচারীর চাঁদে অবতরণের জন্য চূড়ান্ত ব্যবস্থা চলছে।