• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৯ মামলায় বিএনপি মহাসচিব আলমগীরের জামিন আবেদন মঞ্জুর , তবে কারামুক্ত হতে আরো ২ মামলা শুনানির অপেক্ষায়

usbnews
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪
৯ মামলায় বিএনপি মহাসচিব আলমগীরের জামিন আবেদন মঞ্জুর ,  তবে  কারামুক্ত হতে আরো ২ মামলা শুনানির অপেক্ষায়
নিউজটি শেয়ার করুনঃ

পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন বুধবার এ আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান বলেন, তিনি (মির্জা ফখরুল) ৯টি মামলায় জামিন পেয়েছেন। আরেকটি মামলায় আজ হাইকোর্টে তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায়। এ দুটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।