• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

Usbnews.
প্রকাশিত জুন ২৪, ২০২৫
ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের বর্তমান সরকারকে উৎখাতে আগ্রহী নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। খবর আল-জাজিরার

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এ মন্তব্য সামাজিক মাধ্যমে তার আগের করা এক পোস্টের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে আল-জাজিরা।

আল–জাজিরার খবরে বলা হয়, গত রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘সরকার উৎখাত’ শব্দটি রাজনৈতিকভাবে ঠিক নয়। তবুও যদি বর্তমান ইরান সরকার ‘ইরানকে আবার মহান করে তুলতে না পারে’, তবে সরকার উৎখাত কেন নয়???

এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।