• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সরকারের আরেক অর্থনৈতিক সফলতা : আমদানির সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ

Usbnews.
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান  সরকারের আরেক অর্থনৈতিক  সফলতা :  আমদানির  সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ
নিউজটি শেয়ার করুনঃ

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। জুন মাসে ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে কোম্পানিকে বহন খরচ এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সম্পর্কিত সমস্যাসহ সব বকেয়া দেওয়া হয়ে গেল।

নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ভারতের কোম্পানি আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা এককালীন সর্বোচ্চ পরিশোধ। এর মধ্য দিয়ে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে। এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই, বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি (ঋণপত্র) এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে।

ভারতের আরেক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ নিয়মিতভাবে আদানি পাওয়ারের বিল পরিশোধ করছে। পরিশোধসংক্রান্ত বিষয়গুলো সমাধান হওয়ায় অর্থাৎ আর কোনো পাওনা না থাকায় তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত ৩-৪ মাস ধরে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করেছে বাংলাদেশ।