• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত

Usbnews.
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত
নিউজটি শেয়ার করুনঃ

ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটির নিজ বাড়িতে হামলায় তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

মারওয়ান সুলতান দীর্ঘদিন ধরে মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে একটি ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে হামাসের একজন ‘গুরুত্বপূর্ণ’ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক লোকজনের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে, গাজার খান ইউনিসের আল-মাওয়াসির ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, ইন্দোনেশীয় হাসপাতালটি একাধিকবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক পর্যায়ে সেটিকে ‘পরিষেবা প্রদানের অনুপযুক্ত’ ঘোষণা করেছিল। জাতিসংঘ জানায়, উত্তর গাজা গভর্নরেটে এখন কার্যকর কোনো হাসপাতাল অবশিষ্ট নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, ইসরায়েল চিকিৎসা ও মানবিক দলগুলোর ওপর বারবার হামলা চালাচ্ছে।

নিহত চিকিৎসক মারওয়ানের মেয়ে লুবনা আল-সুলতান জানান, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তার বাবার কক্ষ লক্ষ্য করে আঘাত হানে। হামলার সময় তার বাবা সেখানেই ছিলেন এবং সেখানেই শহীদ হন। তিনি আরও জানান, তার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; বরং কেবল রোগীদের সেবা নিয়েই ভাবতেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।