সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার ঘোষণা দিয়েছে বৃটেন। এ ঘোষণা দিয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন। এক বিবৃতিতে ল্যামি বলেন, সিরিয়ার জনগণের জন্য নতুন করে আশার সঞ্চার হয়েছে। বৃটেন কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে। কারণ একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে নতুন সিরিয়ান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে আগ্রহী।