• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি
নিউজটি শেয়ার করুনঃ

সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) উত্তরাঞ্চলীয় নগরী আলেপ্পোতে সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আলেপ্পোতে কুর্দি বাহিনীর বোমা হামলায় সোমবার সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

এই ঘটনার পর আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিহ— দুই জেলায় উত্তেজনা বাড়তে থাকে। পরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী ওই দুই জেলায় বিস্ফোরকভর্তি ড্রোন নিক্ষেপ করে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেনারা এলাকাগুলো ঘিরে রাখে।

সিরিয়ার সানা সংবাদ সংস্থা জানায়, সংঘর্ষে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব স্থানীয়দের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এবং সংঘর্ষপূর্ণ অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এসডিএফ এক বিবৃতিতে সরকারি বাহিনীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দামেস্কপন্থি বাহিনীই আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় ‘ট্যাংক নিয়ে’ আগ্রাসন চালিয়েছে।

সংগঠনটি জানায়, স্থানীয় কুর্দি নিরাপত্তা বাহিনী আসাইশকে সহায়তা করতে অনেক বাসিন্দা আত্মরক্ষায় অস্ত্র তুলে নিয়েছে।