করোনা মহামারির পর এবার ‘ডিজিজ এক্স’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাসচিব টেড্রস আধানম ঘেব্রিয়াসুস বলেছেন, চলতি মে মাসেই মহামারি বিষয়ক একটি চুক্তি সই করতে পারে দেশগুলি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে হু প্রধান বলেন, ‘মহামারি চুক্তি হলে সকলের সমস্যা ও সমাধানের বিষয়গুলি এক হবে।’ ডিজিজ এক্স নিয়ে টেড্রস বলেন, ‘আমরা অপ্রস্তুত থেকে কোনও কিছুর মুখোমুখি হতে পারি না, আমাদের অজানা কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’
সোমবার থেকে পাঁচদিন ব্যাপী সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব ইকোনমিক ফোরামের বৈঠক শুরু হয়। সেই বৈঠকে বিশ্ব নেতাদের আলোচনায় উঠে আসে ডিজিস এক্স-এর প্রসঙ্গ। ‘ডিজিস এক্স’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, কোভিড মহামারির চেয়ে ২০ গুণ বেশি মৃত্যু হতে পারে ডিজিস এক্স-এ। তাই ডিজিস এক্স মহামারি ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন ‘হু’ প্রধান ঘেব্রিয়াসুস। ডিজিস এক্স কীভাবে প্রতিরোধ করা যায় বা স্বাস্থ্য পরিকাঠামোর কী উন্নতি করার প্রয়োজন রয়েছে, সে বিষয়ে আলোচনা হয় অর্থনৈতিক ফোরামের বৈঠকে। কীভাবে রোগ নির্ণয় করা যায়, কোন ওষুধে রোগ প্রতিরোধ সম্ভব, এমনকি নতুন কী ধরনের ভ্যাকসিন প্রয়োজন, সে বিষয়েও স্বাস্থ্য গবেষকদের প্রস্তুতি নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।