টানা ২২৭ ঘণ্টা রান্না করার রেকর্ড গড়েছেন পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাঁধুনি ফাইলাতু আব্দুল-রাজাক। বিবিসি জানিয়েছে, সবচেয়ে বেশি সময় বিরতিহীন রান্না করার রেকর্ডটির বর্তমান ধারক হচ্ছেন আইরিশম্যান অ্যালান ফিশার। তিনি ১১৯ ঘণ্টা ৫৭ মিনিট রান্না করেছিলেন। আর ফাইলাতু রান্না করেছেন ২২৭ ঘণ্টা! নিজেকে দেশের জাতীয় পতাকায় মুড়িয়ে ফাইলাতু বুধবার তার রান্নার সমাপ্তি করেন। এ সময় ভিড় করে থাকা বিপুলসংখ্যক মানুষকে তিনি অভিবাদন জানান।