সউদি আরবের ইসলামি অ্যাফেয়ার্স, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিগত পাঁচ বছরে সউদি আরবে ৩ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছেন। প্রতিবছরের হিসাবে একটি রিপোর্ট প্রকাশ করে মন্ত্রক। এতে দেখা গিয়েছে, ইসলামের প্রতি আগ্রহ ও ঝোঁক আগের যেকোনও সময়ের চেয়ে মানুষের মধ্যে বেশি।
দেখা গিয়েছে, ২০১৯ সালে ২১,৬৫৪, ২০২০-তে ৪১,৪৪১, ২০২১-এ ২৭,৩৩, ২০২২-এ ৯৩,৮৯৯ ও ২০২৩ এ ১ লক্ষ ৬৩ হাজার ৩১৯ জন ইসলামের ছায়াতলে এসেছেন। ধর্মবিষয়ক মন্ত্রক আরও জানায়, এসময়ের মধ্যে ৪২৩জন বিদেশি ইসলাম প্রচারক ও ৪৫৭টি দাওয়াহ সোস্যাইটি ইসলাম ধর্মের গুনাগুন ও মাহাত্ম্য সম্পর্কে মানুষকে জানাতে দেশব্যাপী কার্যক্রম শুরু করে।
এই কার্যক্রম আসলে অমুসলিমদের সঙ্গে ইসলামের পরিচয় ঘটানোর এক সরকারি প্রয়াস। এর লক্ষ্য সহনশীলতার নীতি প্রচার করা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মনের যেকোনও ভুল ধারণা ভাঙা। উল্লেখ্য, সউদি আরবের বর্তমান জনসংখ্যা ৩ কোটি ২২ লক্ষের কিছু বেশি যার মধ্যে ১ কোটি ৩৪ লক্ষই বিদেশি। সউদি আরবে বসবাসকারী প্রবাসীদের মোট জনসংখ্যার মধ্যে ২৫ লক্ষ ৯৪ হাজার ভারতীয় রয়েছেন।