• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যমুনায় জেগে উঠা ধু ধু বালুচরে বাদামের চাষ করে বাম্পার ফলনের সম্ভাবনা

usbnews
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪
যমুনায় জেগে উঠা ধু ধু বালুচরে বাদামের চাষ করে বাম্পার ফলনের সম্ভাবনা
নিউজটি শেয়ার করুনঃ

যমুনায় জেগে উঠা ধু ধু বালুচরে বাদামের চাষ করে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চরাঞ্চলের কৃষকরা। ইতোমধ্যে বাদাম গাছের সবুজ পাতায় ছেয়ে গেছে পুরো বালুচর। এখানকার বেলে মাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। তাই চরাঞ্চলের কৃষকরা তাদের বেলে মাটির জমিতে বাদাম চাষ করছেন। গত বছর বাদামের বাম্পার ফলন হওয়ায় এবং বাজারে ভালো দাম পাওয়ায় এ বছর আরো অধিক পরিমাণ জমিতে বাদাম চাষ করছেন চাষিরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গোবিন্দাসী, অর্জুনা ও গাবসারা ইউনিয়নের চর তারাই, চর ভরুয়া, বলরামপুর, কুঠিবয়ড়া, রায়ের বাশালিয়া, রামাইল, বাসুদেবকোল, রুলিপাড়া, গোবিন্দপুর, রামপুর, ডিগ্রিচর ও কোনাবাড়ীর চরাঞ্চলে বাদাম গাছের সবুজ পাতায় ঢেকে গেছে বালুচর।
চাষিরা বলেন, প্রতি বছর বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়। বন্যার ক্ষতি পুষিয়ে আমরা বন্যা-পরবর্তী সময়ে জেগে উঠা চরে বাদাম চাষ করি। কারণ অল্পদিনে বাদাম চাষ করে অধিক লাভবান হওয়া যায়। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি লাভ হয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।চলতি বছর যমুনা চরাঞ্চলে এক হাজার ৩২০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে।