ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা স্টার আইরিস নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যা হামলাকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের বলে চিহ্নিত করেছে, বিদ্রোহী আন্দোলন আনসার আল্লাহর (হাউসি) মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন।
‘ইয়েমেনের নৌ বাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজ স্টার আইরিসকে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে,’ সারিয়া আল মাসিরাহ টেলিভিশনকে বলেছেন। তিনি এই হামলাকে সরাসরি এবং সঠিক বলে বর্ণনা করেছেন।
এর আগে, ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে যে আল-মুখার ইয়েমেনি বন্দরের ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি অজ্ঞাত বণিক জাহাজ হামলার শিকার হয়েছিল। ইউকেএমটিওর মতে, জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, তবে কোন ক্রু আহত হয়নি
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী স্টার আইরিস বাল্ক ক্যারিয়ারটি এক মাস আগে ঠিক এই তারিখে ব্রাজিলের ভিলা ডো কনডে থেকে ইরানের বন্দর ইমাম খোমেনির উদ্দেশ্যে রওনা হয়েছিল, মেরিন ট্রাফিক জানিয়েছে। ক্রুরা সোমবারের শুরুতে কেন্দ্রীয় লোহিত সাগর থেকে শেষবার তাদের অবস্থান জানিয়েছিল।