ইসরায়েলের সঙ্গে হ্যান্ডশেক প্রত্যাখান করেছে আইরিশ নারী বাস্কেটবল দল। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) লাটভিয়ার রাজধানী রিগায় ২০২৫ সালের নারী ইউরো বাস্কেট খেলার বাছাইপর্বে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাস্কেটবল আয়ারল্যান্ড এক বিবৃবিতে জানিয়েছে, তারা ফিবা ইউরোপকে বুধবার জানিয়েছে যে ইসরায়েলের সঙ্গে হান্ডশেকসহ ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিকতায় অংশ নেবে না। ইসরায়েলি কোচিং স্টাফসহ খেলোয়াড়দের ইহুদি-বিদ্বেষ এবং সম্পূর্ণ ভুল অভিযোগের প্রতিবাদে এমন পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। ইসরায়েলি ফেডারেশনের অফিশিয়াল চ্যানেলে এসব তথ্য জানানো হয়েছে