• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে হস্তান্তর করা হবে বৃহস্পতিবার

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪
বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে হস্তান্তর করা হবে বৃহস্পতিবার
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার সকালে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের নৌবাহিনী জেটিঘাট, ইনানী এই হস্তান্তরের কথা জানায় বিজিবি।

বিজিবি জানায়, ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী জেটিঘাটে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ ৩৩০ জন মিয়ানমার নাগরিককে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বিজিপিসহ ৩৩০ জন।