জাপান আর বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ নয়। মন্দার কারণে জার্মানির কাছে তৃতীয় স্থান হারিয়েছে দেশটি। জিডিপির হিসেবে জার্মানি এখন তৃতীয় স্থানে উঠে এসেছে। তার সামনে আছে চীন ও যুক্তরাষ্ট্র।
গত বছর চতুর্থ ত্রৈমাসিকে জাপানের জিডিপি বার্ষিক ০.৪ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগের ত্রৈমাসিকেও ৩.৩ শতাংশ মন্দা দেখা গিয়েছিল। চতুর্থ ত্রৈমাসিকে ব্যক্তিগত ব্যয় বার্ষিক ০.৯ শতাংশ কমেছে এবং কর্পোরেট বিনিয়োগ ০.৩ শতাংশ কমেছে। তবে রপ্তানি বেড়েছে ১১ শতাংশ এবং আমদানি বেড়েছে সাত শতাংশ। এ নিয়ে জাপান সরকারের এক কর্মকর্তা বলেন, পরিষেবার ব্যয় হ্রাস পেয়েছে তবে পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত আছে। অপরদিকে শীতকালে ঠাণ্ডা কম থাকায় পোশাকের বাজারও চাপমুক্ত ছিল। ২০২৩ সালের শেষে জাপানের অর্থনীতির আকার ছিল ৪.২ ট্রিলিয়ন ডলার।অপরদিকে জার্মানির অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৪.৫ ট্রিলিয়ন ডলারে।