• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগেরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২০

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৪
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বাগেরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২০
নিউজটি শেয়ার করুনঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামে রোববার সন্ধ্যায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কাজী গ্রুপ ও খাকী গ্রুপের মধ্যে প্রায় দুঘণ্টা ধরে চলা সংঘর্ষে পান্না মোল্লা (৪০) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময়ে অন্তত ২০জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে পুলিশের ৩ এসআইসহ ৬ পুলিশ সদস্য রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে বাগেরহাট থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মোল্লারকুল গ্রামের তৈয়াব মোল্লার ছেলে নিহত পান্না মোল্লার লাশ উদ্ধার করে রাতে মোল্লাহাট থানায় নিয়ে আসে। গুলিবিদ্ধ পুলিশ সদস্যসহ আহত অন্যদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উভয় গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার মোল্লারকুল গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কাজী গ্রুপ ও খাকী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্ট ধরে চলা এ সংঘর্ষে বুকে গুলিবিদ্ধ হয়ে কাজী গ্রুপের পান্না মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

সংঘর্ষের খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এসআই মামুন, এসআই মাজহার, এসআই বিধান, পুলিশ সদস্য গোপাল, সঞ্জয় ও হাফিজ গুলিবিদ্ধ হন। এসময় গুলি, ইটপাটকেল ও ধরালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের আরো ১৪ জন আহত হয়।সংঘর্ষের খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।