উজ্জ্বলতা বাড়াতে মধু
মধুতে এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি মুখের ত্বকের মৃত কোষ দূর করতে পারে। ফলে ত্বক উজ্জ্বল হয়। ভালোভাবে মুখ ধোয়ার পরে মধু, কাঁচা দুধের মিশ্রণ লাগাতে পারেন। কিংবা খালি মধু অল্প গোলাপ জল মিশিয়ে মুখে মেখে রেখে দিন কয়েক মিনিট। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হয়ে উঠবে আপনাতেই।
ব্রণ সারাতে মধু
ব্রণ কিংবা ব্রণের দাগ সারাতে মধুর জুড়ি নেই। প্রাকৃতিক এ উপাদান ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এবং প্রদাহ, ত্বকের লালচেভাব ও দাগ নিরাময়ে সহায়তা করে।