• ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিচ ওপেনার ২০০ মিটার দৌড়ে রানার আপ ইরানের তুসি

usbnews
প্রকাশিত মার্চ ৫, ২০২৪
বিচ ওপেনার ২০০ মিটার দৌড়ে রানার আপ ইরানের তুসি
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের স্প্রিন্টার মরিয়ম তুসি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচে বিচ ওপেনার প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন৷

আমেরিকান প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিন এম. ম্যালার্ডের পরে তুসি ক্রীড়া ইভেন্টে ২৩ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে রানার্সআপ হওয়ার গৌরব লাভ করেন।

এম. ম্যালার্ড ২৩ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে নারীদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন।

২৪ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন আমেরিকান তাকিয়া সেনসি। সূত্র: মেহর নিউজ