যুক্তরাষ্ট্রে মোটর গাড়ির একটি প্রদর্শনীতে হাইব্রিড গাড়ি দৃষ্টি আকর্ষণ করছে৷ দেশে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় বৃদ্ধি মন্থর হয়ে আসার চিহ্ন দেখা দেয়ার মুখে মোটরগাড়ি নির্মাতারা তাদের হাইব্রিড মডেলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখার চেষ্টা চালিয়ে যাওয়ায় এরকম ঘটে। নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো বুধবার সংবাদ মাধ্যমের জন্য আগাম একটি পরিদর্শন ব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হয়। ২০টির বেশি বৈশ্বিক ব্র্যান্ড বার্ষিক এই আয়োজনে যোগ দিয়েছে।
ফোর্ড মোটর তাদের বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি নিজেদের জনপ্রিয় হাইব্রিড গাড়িও প্রদর্শন করছে। টয়োটা মোটরও উভয় বিভাগের প্রদর্শনীতে তাদের যানবাহন দেখাচ্ছে।
জাপানের আরেকটি মোটরগাড়ি নির্মাতা হোন্ডা নিজস্ব নামের অধীনে বিক্রি হওয়া বৈদ্যুতিক এসইউভি ও সেই সাথে তাদের বিলাসবহুল আকুরা ব্র্যান্ড দেখাচ্ছে। এসব মডেলের গাড়ি এবছর যুক্তরাষ্ট্রে বিক্রি শুরুর পরিকল্পনা কোম্পানি করছে।
বাইডেন প্রশাসন পরিবেশ বান্ধব গাড়ির প্রচারের জন্য ইভি ক্রেতাদের ৭,৫০০ ডলার পর্যন্ত ফেডারেল কর ছাড় দিচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের কিছু মোটরগাড়ি নির্মাতার মধ্যে প্রত্যাশার চাইতে কম চাহিদার দৃষ্টান্ত তুলে ধরে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন স্থগিত রাখায় নেয়া পদক্ষেপ গ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।