পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন , ইউক্রেন-রশিয়া যুদ্ধের প্রভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিধ্বস্ত পরিস্থিতি চলছে ইউরোপে। পরিস্থিতিতে ইউরোপের যুদ্ধ-পূর্ব অবস্থা এবং ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়।
তিনি বলেন, ‘আমি জানি যে এটি খুব ভয়ানক শোনাচ্ছে, বিশেষ করে তরুণদের কাছে। কিন্তু আমাদের এই বাস্তবতার সঙ্গে অভ্যস্ত হতে হবে যে একটি নতুন যুগ শুরু হয়েছে- যুদ্ধ পূর্ববর্তী যুগ। আমি বাড়িয়ে বলছি না, প্রতিদিন বিষয়টি পরিষ্কার হচ্ছে।’
পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাজ হলো আন্তঃআটলান্টিক সম্পর্ক বজায় রাখা। এক্ষেত্রে কে হলেন মার্কিন প্রেসিডেন্ট সেটি বিবেচ্য বিষয় নয়।’ ‘ইউরোপে কেউ একটি সাধারণ প্রতিরক্ষাব্যবস্থার বিষয়ে প্রশ্ন তোলে না। একটি শক্তিশালী জোট হিসেবে ইইউকে মানসিকভাবে নিজেদের সীমান্ত ও নিরাপত্তার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে।’