ভারতের উত্তর-পূর্বের ওই রাজ্যের ৩০ জায়গার নতুন নামকরণ করেছে চীন। যা নিয়ে ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সাফ কথা, “আপনার বাড়ির নতুন নাম দিলে, বাড়িটা কি আমার হয়ে যাবে? এসব নামকরণ করে কোনও লাভ হবে না। অরুণাচল ভারতে অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তারা পায়ে পা দিয়ে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে। অরুণাচল নিয়ে চীন নির্বোধের মতো কাজ করছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরও চীন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার চীনা নাম বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে। গত রোববার নতুন করে আরও তিরিশটি জায়গার চীনা নামকরণ করেছে বেইজিং।