জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, বিকল ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত ও পাতলা করে নেয়া পানি সমুদ্রে ছাড়ার বিষয়ে জাপান ও চীনের বিশেষজ্ঞরা চীনে আলোচনা করেছেন।
মন্ত্রণালয় জানায় যে, গতকাল শনিবার উত্তর-পূর্ব চীনের দালিয়ানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাপানের সরকারি কর্মকর্তা, কেন্দ্রটি পরিচালনাকারী টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানির প্রতিনিধি ও বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মন্ত্রণালয়, এই প্রথমবারের মতো এই আলোচনার তথ্য প্রকাশ করল।
সূত্রগুলো জানায় যে, বৈঠকে অংশগ্রহণকারীরা প্রযুক্তিগত দিক থেকে মত বিনিময় করেন।
এই কর্মকাণ্ডের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য, গত বছরের আগস্টে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি প্রশান্ত মহাসাগরে পানি ছেড়ে দেয়া শুরু করার পর থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ফুকুশিমাতে নিজস্ব নমুনা জরিপ পরিচালনা করছে।
জাপান সরকার, এই ধরনের দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আবার সরকার, জাপান থেকে সামুদ্রিক খাদ্যপণ্য আমদানির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চীনের প্রতি অব্যাহতভাবে আহ্বান জানানোর ইচ্ছাও পোষণ করছে।