• ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নেতানিয়াহু গাজার কসাই , যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান, ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের

usbnews
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪
নেতানিয়াহু গাজার কসাই , যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান, ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের
নিউজটি শেয়ার করুনঃ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আগামী ৯ মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন।

সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে এরদোগানকে স্বাগত জানাতে চায় হোয়াইট হাউস। কিন্তু আমরা এখনো সময়সূচি ঠিক করতে পারিনি।

এরদোগান ও বাইডেন ইসরাইলের যুদ্ধ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

আঙ্কারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করে আসছে। বিশেষ করে নেতানিয়াহু প্রশাসনের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন।

ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনা এবং তুরস্ক ইতোমধ্যে যে জেটগুলো কিনেছে সেগুলোর আধুনিকায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে ধারনা করা হচ্ছে। গত চার দশক ধরে তুরস্কে হাজার হাজার মানুষকে হত্যা করা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সিরিয়ান শাখা ওয়াইপিজির প্রতি মার্কিন সমর্থনে তুরস্কের হতাশাও আলোচ্যসূচিতে থাকতে পারে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ডেইলি সাবাহ জানিয়েছে, শুক্রবার ইস্তান্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্লাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে। ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে।

তিনি আরও বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না।

তুর্কি নেতা বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

গাজায় ইসরাইলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর

তিনি বলেন, ইসরাইলি প্রশাসন মনে করছে, তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই; আপনারা যাই করুন না কেন, তাইয়্যেপ এরদোগানের হৃদয় বা তার কথাকে নড়চড় করতে পারবেন না। ২৬ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরদোগান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরাইলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।

ইসরাইলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধীদলগুলোর অভিযোগের জবাবে এরদোগান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান।

তিনি বলেন, আপনাদের কি বিবেক আছে? পরে দেখা যাবে, এসব অপপ্রচার ফাঁকা বুলি মাত্র।

এরদোগান বলেন, আমরা ওইসব রাজনীতিকদের মতো না। যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা কাফনের কাপড় পরে এ যাত্রা শুরু করেছি।

প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারও এখতিয়ার বা ক্ষমতা নেই।

এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরাইলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে অভিহিত করেছেন এরদোগান। সেইসঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন।

তিনি আরো বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। গত ৭ অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয়।

এরদোগান বলেন, নাৎসি মানসিকতা গাজায় ৩৫ হাজার মানুষকে হত্যা করেছে।