• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে যুদ্ধাপরাধের তথ্য ফাঁসে অস্ট্রেলিয়ায় ৬ বছরের জেল সাবেক সামরিক আইনজীবীর

usbnews
প্রকাশিত মে ১৫, ২০২৪
আফগানিস্তানে যুদ্ধাপরাধের তথ্য ফাঁসে অস্ট্রেলিয়ায় ৬ বছরের জেল সাবেক সামরিক আইনজীবীর
নিউজটি শেয়ার করুনঃ

অস্ট্রেলিয়ায় ডেভিড ম্যাকব্রাইড নামের এক সাবেক সামরিক আইনজীবীকে ৫ বছর ৮ মাসের জেল দিয়েছে দেশটির আদালত। আফগান যুদ্ধের সময় অস্ট্রেলিয়ার সেনাদের বিরুদ্ধে  যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। এতে উদ্বেগ প্রকাশ করেছে ম্যাকব্রাইডের সমর্থকরা। তাদের দাবি সরকার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের চেয়ে ব্রাইডকে শাস্তি দিতে বেশি আগ্রহী। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পর অস্ট্রেলিয়ার সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিসের নির্বাহী পরিচালক রাওয়ান আরাফ ওই রায়কে প্রতারণামূলক রায় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই রায় প্রতারণমূলক; যুদ্ধাপরাধে অভিযুক্তদের সাজা না দিয়ে এখানে এমন একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে যিনি সত্য প্রকাশ করেছেন।

অন্যদিকে এই রায়কে আস্ট্রেলিয়ার গণতন্ত্রের জন্য অন্ধকার দিন বলে উল্লেখ করেছেন মেলবোর্নের মানবাধিকার সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কিরান পেনডার। এক বিবৃতিতে তিনি বলেছেন, ম্যাকব্রাইডকে কারাদণ্ডের মাধ্যমে সত্যকে ধামাচাপা দেওয়ার নজির স্থাপন করেছে সরকার।

মঙ্গলবার সকালে ক্যানবেরা সুপ্রিম কোর্টে নিজের পোষা কুকুরকে সঙ্গে করে উপস্থিত হন ম্যকব্রাইড। এসময় আদালত তার জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠান। ১৩ই আগস্ট ২০২৬ সালের আগ পর্যন্ত তাকে কোনো ধরণের প্যারোলে মুক্তি না দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে গত বছর আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকব্রাইড বলেন আফগানিস্তানে যুদ্ধাপরাধের সংশিলষ্ট নথিপত্রের ক্ষেত্রে কোনোরকম গোপনীয়তা রক্ষা করেননি তিনি। অভিযোগ ক্ষতিয়ে দেখতে চেয়েছিলেন ম্যাক।ফলে তিনি এ বিষয়ে গোপনীয়তা এড়িয়ে চলেছেন।

 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসি’তে ম্যাকব্রাইডের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘আফগান ফাইল’ নামে পরিচিত সাতটি নিবন্ধের একটি সিরিজ প্রকাশিত হওয়ার প্রায় সাত বছর পর সামরিকবাহিনীর সাবেক ওই আইনজীবীকে সাজা দিয়েছে আদালত।