• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

পুরুষদের ইনডোর হকি এশিয়া কাপ জিতেছে ইরান

usbnews
প্রকাশিত মে ২৭, ২০২৪
পুরুষদের ইনডোর হকি এশিয়া কাপ জিতেছে ইরান
নিউজটি শেয়ার করুনঃ

পুরুষদের ইনডোর হকি এশিয়া কাপে ইরান মালয়েশিয়াকে ৭-১ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে। টিম মেলি এর আগের ম্যাচে সিঙ্গাপুর (৮-০), থাইল্যান্ড (১০-৪), তাজিকিস্তান (৩৭-০), কাজাখস্তান (৫-৩) এবং মালয়েশিয়াকে (৩-৩) হারিয়েছে।

ইরানের আমিরমাহদি মির্জাখানি ২৪ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হিসেবে মনোনীত হয়েছেন। আগের দিন থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে স্বাগতিক কাজাখস্তানও তৃতীয় হয়েছে।

টুর্নামেন্টটি ২১ থেকে ২৫ মে কাজাখস্তানের তালডিকোরগানে অনুষ্ঠিত হয়। ইরান এবং মালয়েশিয়া আগামী বছর ৩ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ক্রোয়েশিয়ার পোরেক-এ ২০২৫ ইনডোর হকি বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

ইরান টুর্নামেন্টের সবচেয়ে বেশি সুসজ্জিত দল। ১০টি আসরের মধ্যে নয়বার জয় পেয়েছে দলটি।