• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কারাগারে বিএনপি’র ১৩ নেতার মৃত্যু : ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

usbnews
প্রকাশিত মে ২৯, ২০২৪
কারাগারে বিএনপি’র ১৩ নেতার মৃত্যু : ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর কারণ সংবলিত ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপি’র ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন সংযুক্ত করে একটি রিট দায়ের করি। আদালত বিএনপি নেতাকর্মীর মৃত্যুর কারণ সংবলিত ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গত ১১ই ফেব্রুয়ারি বিএনপি’র ১৩ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার কর্মীদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন ও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রিটটি দায়ের করেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।